জামালপুরে ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত
- আপডেট সময় :
সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
-
৩০৫
, জামালপুর জেলা প্রতিনিধিঃ সাদ্দাম হোসেন ঃ জামালপুরের বকশীগঞ্জে ট্রাক্টর চাপায় প্রাণ হারাল ছাদিকুর (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্র।
সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাদিকুর একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও স্থানীয় সেইফ একাডেমির দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, উত্তর কামালপুর এলাকার জালাল মিয়ার ছেলে জিকারুল ইসলাম ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এক সময় জিকারুলের চাচাতো ভাই দেলোয়ার হোসেনের ছেলে ছাদিকুর ট্রাক্টরের ওপর গিয়ে বসলে তাকে নিয়েই জমি চাষ করছিলেন জিকারুল। অকস্মাৎ ট্রাক্টরের ওপর থেকে ছাদিকুর নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply