জামালপুরে বিএনপির ভোট বর্জন
- আপডেট সময় :
সোমবার, ১ মার্চ, ২০২১
-
১১৪
786 বার পঠিত
সাদ্দাম হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরে বিএনপির পুনর্নির্বাচন দাবি, ভোট কারচুপি ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ এনে জামালপুর পৌরসভার বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ ১৪ কাউন্সিলর প্রার্থী ভোট বর্জন করেছেন। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তারা।
রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় পাঁচরাস্তা এলাকায় নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অ্যাড. শাহ মো. ওয়ারেছ। এসময় ১১ জন সাধারণ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন।
তিনি জানান, ‘এই পৌরসভার প্রতিটি কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে। বিএনপির ভোটারদের ফিঙ্গার নিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. ছানোয়ার হোসেন ছানুর এজেন্টরা। এ বিষয়ে অভিযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। উল্টো প্রশাসনের লোকজনের সহায়তায় পৌরসভার সব কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তাই আমরা এই নির্বাচন বর্জন করলাম। সেই সঙ্গে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে পুনর্নিবাচনের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু জানান, পরাজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগ এনে বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। নির্বাচনী প্রচারণায় তাদের মাঠে দেখা যায়নি। এবারের ভোট ইভিএমে হয়েছে। এখানে কারচুপির কোনো সুযোগ নেই।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply