জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, পারিবারিক কলহের জেরে সায়েদ তার তৃতীয় স্ত্রী ফাতেমাকে পেটে ছুরি মেরে হত্যা করে। পরে তার লাশ ঘরে রেখে তালা লাগিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, ঘটনার পর থেকে সায়েদ পলাতক রয়েছে।তার প্রথম স্ত্রী মারা গেছে; আর দ্বিতীয় স্ত্রী তালাক দিয়ে চলে গেছে। ওসি বলেন, পুলিশ রাত ১২টার দিকে ফাতেমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি এবং সায়েদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply