মুলাদী প্রতিনিধিঃ রেজা হাওলাদার: সরকারের উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌছে দিয়েছি, সরকারী কোন বরাদ্ধ থেকে আমার ইউনিয়নের একটি মানুষও বাদ পরেনি, তাই মৃত্যুও আগ পর্যন্ত সেবা করাই আমার কাজ বলে জানিয়েছেন সিসি রাস্তার কাজের উদ্বোধনী প্রধান অতিথি মুলাদী সদও ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান। আজ বিকাল ৪টায় মুলাদী সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এলজিএসপি-৩ এর ২০২০-২০২১ অর্থ বছরে (বিবিজি) প্রকল্পের আওতায় ৬নং ওয়ার্ড পশ্চিম চরলক্ষীপুর লুৎফর হাজী বাড়ীর ব্রীজের গোড়া হইতে কাঞ্চন হাওলাদার বাড়ী পর্যন্ত সিসি ঢালাই উদ্বোধন করেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামরুল আহসান। এসময় ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান বলেন আমার ইউনিয়নে সরকারের উন্নয়নের ছোয়ায় ছয়লাভ, গত ৫ বছরের যাবৎ সরকারী সকল বরাদ্ধের পাশাপাশি নিজেস্ব উদ্যোগে এলাকায় উন্নয়নের কাজ করেছি এবং বিগত ৫বছর যাবৎ মুলাদী সদর ইউনিয়নের সকল উন্নয়ন মুলক কর্মকান্ড, এম.আই.এস ভুক্ত, ইউনিয়নের উপকার ভোগীঃ অসচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা-, বিধবা ভাতা-, প্রতিবন্ধী ভাতা-, মাতৃত্ব ভাতা-, ভিজিডি কার্ড ধারী-, ভিজিএফ-,ও মৎস্য ভিজিএফ-, দুঃস্থ পরিবারের কর্মসংস্থান, যার জমি আছে ঘর নাই কর্মসূচীর আওতায় গৃহ নির্মান, কৃষি পুনবাসন কৃষকের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরন, নিজেস্ব অর্থায়নে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন, নিজেস্ব অর্থায়নে গবির ও অসহায় ব্যক্তিদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরন, বিশেষ বরাদ্ধ শিলকোর্ড রাস্তা(সিসি), কাচা রাস্তা , গভীর নলকুপ স্থাপন , মসজিদ মাদ্রাসায় সংস্কার , দুঃস্থ পরিবারের মাজে সোলার স্থাপন , সহ আরও উন্নয়ন মুলক কাজ করেছেন চেয়ারম্যান মোঃ কামরুল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান, প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির ফরাজী, ইউনিয়ন পরিষদ সচিব জাকির হোসেন সিকদার, স্থানীয় এনামুল হাওলাদার, নাইম খান, আজিজ মাস্টার, মজিদ ঢালী, জুয়েল সরদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply