সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামের শ্মশান ঘাট এলাকায় বুধবার ভোর ৩টার দিকে ওই গোলাগুলির ঘটনা ঘটে বলে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদের ভাষ্য।
নিহত একরামুল হোসেন ওরফে আরিফ ‘‘পাঁচবিবি’’ উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুর আজিজের ছেলে।
র্যাবের দাবি, আরিফ একজন ‘চিহ্নিত’ মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে থানায় ১৫/১৮টি মামলা রয়েছে।
মোহাইমেনুর রশিদ বলেন, “গোপনে খবর পেয়ে র্যাবের একটি দল মাদক উদ্ধারের জন্য ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রেতরা র্যাবকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি করে। এ পর্যায়ে মাদক বিক্রেতা আরিফ আহত হয়। তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ছয়টি গুলি ও একটি ম্যাগাজিনসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Leave a Reply