মধুপুর উপজেলা শহরের পল্লী বিদ্যুৎ রোড এলাকার মাস্টার পাড়ার একটি বাড়ির মালিক আব্দুল গনি মিয়া (৪৫), তার স্ত্রী ও ছেলে-মেয়ের গলা কাটা লাশ লাশ উদ্ধার করে পুলিশ শুক্রবার সকাল ৯টার দিকে। ওসি তারিক বলেন, কয়েক বছর আগে গনি মিয়া এখানে বাড়ি বানিয়ে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। তিন-চার দিন ধরে তাদের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না।
তাদের মোবাইল ফোন বন্ধ পেয়ে গনির শাশুড়ি এসে গেট তালাবদ্ধ দেখেন। সে সময় বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ পান তিনি। তালা ভেঙে ঘরের ভেতর চারজনের গলাকাটা লাশ মেলে।
ওসি বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। আরও তদন্তের জন্য তিন স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply