মোঃ মহসীন রাসেল মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দরিচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীতে ট্রলার ডুবে নাছরিন বেগম (২৫), মায়ানুর বেগম (৫৫), রোহান (৫) এর উদ্ধার ও ২জন নিখোঁজের সংবাদ পেয়ে আজ শনিবার সকালে মাঝেরচর গ্রামে নিহত পরিবারের পাশে এসে দাঁড়ালেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। এসময় সংসদ সদস্য পংকজ নাথ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং স্বজন হারানো প্রতি পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন। উল্লেখ্য গতকাল শুক্রবার আনুমানিক সকাল ১০টা সময় মাঝের চর গ্রাম থেকে ১১জন যাত্রী নিয়ে একটি টলার দরিচর খাজুরিয়ার পচ্চিম পাড় একটি জানাজার উদ্দেশ্য রওয়ানা হলে পথিমধ্যে গজারিয়া নদীতে ট্রলারটি ডুবে যায়। এসময় তাদের চিৎকার শুনে নদীতে টহলরত কোস্ট গার্ডের টিম ঘটনাস্থলে পৌঁছে ২জনের লাশ উদ্ধার করে এবং শনিবার সকালে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ গজারিয়া নদী থেকে রোহান নামের এক শিশুর লাশ উদ্ধার করেন। এখনও মালা বেগম ও ইয়ামিন নামের আরো ২জন নিখোঁজ রয়েছে বলে জানান স্বজনরা।
Leave a Reply