বৃহস্পতিবার বিকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কে পূবাইল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পূবাইল আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র হৃদয় পাঠান (২১) ও তার বন্ধু টঙ্গীর শিলমুন এলাকার বাসিন্দা কলেজছাত্র শাকিল ভূঁইয়া (২০)।
হৃদয় পাঠান পূবাইলের মাঝুখান এলাকার রুস্তম পাঠানের ছেলে এবং শাকিল ভূঁইয়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের তিলাবু এলাকার মহসিন ভূঁইয়ার ছেলে।
“এতে শাকিল ভূঁইয়া ঘটনাস্থলে এবং হৃদয় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”
নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।
Leave a Reply