নিহতরা হলেন- খুলনার বটিয়াঘাটা থানার মোহাম্মদনগর গ্রামের শেখ আব্দুল লতিফ খানের ছেলে ও জেলার আবু নাসের বিশেষায়িত হাসপাতালের হিসাবরক্ষক মো. রোকনুজ্জামান লিটু মোল্লা (২৮) ও একই প্রতিষ্ঠানের ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার দীঘলিয়া থানার বহ্মগাতি গ্রামের বেল্লাল হোসেনের ছেলে মো. সাকিব আল হাসান (২৭)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই সাংবাদিকদের বলেন, লিটু ও সাকিব মোটর সাইকেলে করে খুলনা থেকে সাতক্ষীরায় যাচ্ছিলেন।পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি বিকল ট্রাককে পেছন থেকে ধাক্কা মেরে সেটির নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকটি উদ্ধার এবং ঘটনাস্থল পরিদর্শন করে বলে জানান কৃষ্ণপদ।
Leave a Reply