হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলায় ১৪ জুলাই বিকাল পাঁচটার সময় উপজেলা চত্বরে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সংরক্ষিত আসনের এমপি ড. শাম্মী আহমেদ তার বক্তব্যে বলেন, তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে হলে সবুজ বনয়নের বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু।
সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন ছাদেক।
সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবিব আল আজাদ জনি।
এছাড়াও বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব আহমেদ, হিজলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন, উপজেলা বন কর্মকর্তা মোঃ শাহে আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন, বড়জারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব হিরন হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান (রকি)
বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দীপু তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সারা দেশব্যাপী চতুর্থ পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে।
Leave a Reply