দাগনভূঁঞা উপজেলা ভাইস-চেয়ারম্যান কোভিড-১৯ এ আক্রান্ত
- আপডেট সময় :
বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
-
৩৮৮
ফেনীর দাগনভূঁঞা উপজেলা পরিষদের একজন ভাইস-চেয়ারমানের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবাইয়াত বিন করিম জানান, ওই জনপ্রতিনিধির কোভিড-১৯ পরীক্ষার জন্য রোববার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়। বুধবার রাতে পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। তার পজেটিভ এসেছে।
সিভিল সার্জন দপ্তরের চিকিৎসক শরফুদ্দিন মাহমুদ বলেন, এ জেলায় কোভিড-১৯ পরীক্ষার জন্য মোট ৪৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার পর্যন্ত ৩০৭ জনের নমুনা পাওয়া গেছে। তার মধ্যে সাতজনের পজেটিভ এসেছে।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply