বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান জানান, ঘোড়াবান্দ কেরানীপাড়ায় বুধবার এ ঘটনা ফেইসবুকে ছড়িয়ে পড়ে; বৃহস্পতিবার ১৫ বছর বয়সী এই কিশোরের বাবা মামলা করেন। ওই রাতেই দুই জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ঘোড়াবান্দ কেরানীপাড়ার আবু বক্কর সিদ্দিক ও আশরাফুল ইসলাম।
নির্যাতনের শিকার কিশোরকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আব্দুল মতিন প্রধান বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘোড়াবান্দ কেরানীপাড়ার এই কিশোরের বিরুদ্ধে প্রতিবেশীর ১০ বছর বয়সী এক মেয়ের শ্লীলতাহানির অভিযোগ তোলে মেয়েটির পরিবারের সদস্যরা।
“এই অভিযোগে আবু বক্কর সিদ্দিকসহ আরও কয়েকজন বুধবার দুপুরে ওই কিশোরকে একটি সুপারি গাছে বেঁধে বেধরক মারপিট করে।”
ওসি বলেন, পরে প্রতিবেশীদের সহযোগিতায় পরিবারের লোকজন কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, বিষয়টি তার নজরে আসার পর তিনি বৃহস্পতিবার কিশোরের পরিবারকে ডেকে ঘটনা শুনে মামলা গ্রহণ করেন। কিশোরের বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন।
Leave a Reply