দৈনিক দেশের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানার ওপর সন্ত্রাসী হামলা
অতি দ্রুত হামলাকারীদের আটকের দাবি সাংবাদিক নেতাদের।
সাপ্তাহিক সেরা খবর ডেস্ক।।
পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক দেশের বাণী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে ।রবিবার ২২/০৩/২০২০ তারিখ সাড়ে ১২ টার দিকে থানাপাড়ার পলান বক্স রোডে একটি সংবাদ সংগ্রহের সময় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী এলাকার কুখ্যাত সন্ত্রাসী পারভেজ ও তার সঙ্গী রা মিলে সোহেল রানাকে বেধড়ক মারপিট করে এ সময় সকল সাংবাদিক দের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে থানাপাড়া তে কোন সাংবাদিক ঢুকতে পারবে না। এসময়ের সোহেল রানাকে আইনের আশ্রয় নিলে গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দেয় পারভেজ। এনিয়ে কুষ্টিয়ার সকল সাংবাদিক নেতারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তারা বলেন সাংবাদিকরা আর কত নির্যাতনের শিকার হবে আমাদের জীবনের কি কোন মূল্য নেই যে যেমন পারবে সে রকম ভাবে আমাদের উপর হামলা চালাবে এটি আর মানা হবে না অতিসত্বর ঘটনায় জড়িত পারভেজকে গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা।
সন্ত্রাসী পারভেজ এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে । পারভেজ এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক সেবী।
Leave a Reply