নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলাধীন হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে, গ্যাস, বিদ্যুৎ,চাল ,ডাল ,তেল ,আটাসহ প্রয়োজনীয় দ্রব্য, ও সার ডিজেল সহ কৃষক উপকরণে লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুর্দ্ধার , ফার্সিস্ট সরকারের পদত্যাগ , বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে, মেমনিয়া ইউনিয়ন বিএনপির ও সকল অঙ্গসংগঠনের নেতৃত্বে পথ যাত্রার আয়োজন করা হয় উক্ত পথযাত্রায় উপস্থিত ছিলেন ইউনিয়নের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ১০ দফা দাবিতে ২৭ দফা প্রস্তাবে ভিত্তিতে রাষ্ট্রমেরামত অভিযাত্রায় মেমানিয়া ইউনিয়ন বিএনপির ইউনিয়ন পদযাত্রা ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন মেমানিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃরাজ্জাক সরদার,যুগ্ম আহবায়ক সেলিম বেপারী,আঃজলিল চৌকিদার,তারেক হোসেন সহ মেমানিয়া ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ।
Leave a Reply