নিহত সোহাগ হোসেন (৩৫) সদর উপজেলার আতিথা গ্রামের হারুনুর রশিদের ছেলে। নওগাঁ শহরে ল্যাব এইড অ্যান্ড ডায়াগনস্টিকে প্যাথোলজি বিভাগে কাজ করতেন তিনি।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার হরিরামপুর সেতুর কাছে নওগাঁ-বদলগাছি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ওসি সোহরাওয়ার্দি হোসেন বলেন, সোহাগ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাঁশবোঝাই ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে সোহাগ ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ট্রাক ধরতে পারেনি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি সোহরাওয়ার্দি হোসেন
Leave a Reply