সিলেট বিভাগে নতুন করে আরও ১০৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে ৭৯ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট বিভাগের চার জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৪৫০ জন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৩ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ২০২ জন। মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ১১৮ জন।
এদিন দুটি ল্যাব মিলে সিলেট জেলায় নতুন করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই জেলায় মোট শনাক্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৫২৪ জন। এ ছাড়া সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ২৪ জন ও মৌলভীবাজারের ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার নতুন শনাক্তদের নিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৯৮৭ জন। এ ছাড়া নতুন শনাক্তদের নিয়ে হবিগঞ্জে এক হাজার ৫০২ জন এবং মৌলভীবাজারের এক হাজার ৪৩৭ জনের শরীরে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়।
Leave a Reply