নভেল করোনায় থেমে নেই মোংলায় এনজিও কর্মীদের কিস্তি আদায়
ইয়াছির অারাফাত,মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ যেখানে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে সেখানে মোংলা উপজেলায় এনজিও ও বিভিন্ন সমিতির কর্মীদের থেমে নেই কিস্তির টাকা আদায়। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বিভিন্ন এনজিও ও সমিতির কর্মীরা সুবিধা ভোগীদের বাড়ীতে গিয়ে কিস্তির টাকা আদায় করছেন। সেখানে দেখা গেছে, কিস্তির টাকা পরিশোধ করতে মহিলা সদস্যরা এক স্থানে একত্রিত হচ্ছেন। এতে একদিকে ঝুকির মধ্যে থাকছেন এনজিও কর্মী অপরদিকে ঝুকির আশংকায় রয়েছেন সদস্যরা। পাশাপাশি মানুষের এখন কাজ কমে গেছে। সরকার ঘোষনা অনুযায়ী অনেকেই বাইরে কাজ করতে না যেয়ে বাড়িতে থাকছেন। এমন অবস্থায় এনজিওরা কিস্তি আদায় করছে। প্রশাসনের কাছে আপাতত কিস্তি আদায় বন্ধের জন্য অনেক এনজিও সদস্যরা অনুরোধ জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এনজিও কর্মী জানান, তাদের অফিস থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা আসলে আদায় বন্ধ করে দেয়া হবে।
##
Leave a Reply