বাল্যবিবাহ বন্ধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করোনা এই মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে মুলাদী উপজেলা প্লাটফর্ম সদস্যদের ত্রৈমাসিক শেয়ারিং সভা আজ ২৪/০৮/২১ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় মুলাদী প্রেস ক্লাব এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলার মুলাদী উপজেলা পর্যায়ের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্লাটফরম এর সদস্য ও ইউপি সদস্য জনাব মোসাঃ খাদিজা। স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস, রুপান্তর ও রাইট যশোর এর যৌথ আয়োজনে ও ইউএসএআইডি, ইউকেএইডের যৌথ অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশন্যালের কারিগরি সহযোগিতায় আয়োজিত সভায় আভাস প্রতিনিধি নাসরিন খানম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রেজা হাওলাদার, সাংবাদিক মোঃ রাসেল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রবীর পাল, এনজিও পরিচালক সিদ্দিকুর রহমান, ইয়ুথ সদস্য প্রমিলা পাল, প্রচিক্ষক ও নারী নেত্রী রেশমা আক্তার, সমাজ সেবক আরিফুর রহমান প্রমুখ । সভায় করোনাকালীন সময়ে মুলাদী উপজেলার পরিস্থিতি তুলে ধরেন এবং কিভাবে এই মহামারীতে সকলে নিরাপদে থেকে কাজ চালিয়ে যেতে পারেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে নারী নির্যাতন, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে ইস্যুভিত্তিক কাজ করার জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা করেন।
Leave a Reply