মোহসীন রাসেল, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা। মানব সম্পদের অর্ধেক হচ্ছে নারী। দেশকে এগিয়ে নিতে হলে নারীদেরকেও এগিয়ে আসতে হবে। নারীদেরকে ঘরে আটকে রেখে দেশের উন্নয়ন সম্ভব না। এসময় সাংসদ পংকজ নাথ নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, ইন্সপেক্টর তদন্ত মোঃ মমিন উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Leave a Reply