নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
ব্রেকিং নিউজ :
হিজলায় সেনাবাহিনী ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম আজিম। হিজলায় মৎস্য দপ্তরের যৌথ অভিযানে ২০ জন আটক। হিজলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত। আন্তর্জাতিক সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠির জবাবে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত ২৯ জুলাই ফলকার টুর্ককে চিঠি পাঠিয়েছেন। হিজলায় সুফিয়ান হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হিজলা উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় । তীব্র তাপদাহ থেকে বাঁচতে হলে সবুজ বনায়নের বিকল্প নেই, ড. শাম্মী আহমেদ এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
 নারী  দিবস পালন  

 নারী  দিবস পালন  

 

সেলিম চৌধুরী,    

 

পটিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার এই শ্লোগানে পটিয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ার যৌথ উদ্যোগে পটিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক গৃহিত দুই দিনের কর্মসূচির প্রথম দিনে নারী প্রতি সহিংসতা বন্ধ এবং নারী অধিকার প্রতিষ্ঠার দাবীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পারভীন আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম চিরু, সনাক সহ-সভাপতি মো: সোলায়মান, সনাক সদস্য শীলা দাশ, টিআইবি’র এরিয়া ম্যানেজার রুপম চাকমা, নারী জাগরণ সংস্থার সাধারণ সম্পাদক রিংকী দেব প্রমুখ। সমাবেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, সনাকের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সমিতির নারী সদস্যরা অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন অর্জন অসম্ভব। নারী ও শিশুর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধনে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। নারীর অধিকার ও ক্ষমতায়নের নিশ্চয়তা প্রদানে বাংলাদেশ সরকার বেশ কিছু সুনিদিষ্ট আইন ও বিধিমালা প্রণয়ন করেছে। তাই নারী দিবসের মাধ্যমে সর্বস্তরের নারীদের তাদের অধিকার আদায়ে সচেতন হতে হবে।

 

সমাবেশে টিআইবি’র পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উপলক্ষে ১০টি দাবি তুলে ধরা হয়। উল্লেখযোগ্য দাবীগুলো হলো, সমতাভিত্তিক নারী অধিকার প্রতিষ্ঠায় অন্যতম প্রতিবন্ধক দুর্নীতি; এর কার্যকর নিয়ন্ত্রণে রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে শুদ্ধাচার ও দুর্নীতি প্রতিরোধকে মূলধারাভূক্ত করতে হবে; টেকসই উন্নয়ন অর্জনের কর্মপরিকল্পনায় অভীষ্ট ৫ এবং ১৬ কে বিশেষ গুরুত্ব দিয়ে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের পূর্বশর্ত হিসেবে দুর্নীতি কমিয়ে আনাসহ সরকারকে ২০৩০ সাল পর্যন্ত সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে হবে; নারী ও শিশু নির্যাতনসহ সকল প্রকার নারী অধিকার হরণের ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানকে বিশেষ করে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার ব্যবস্থায় দুর্নীতি প্রতিরোধ, শুদ্ধাচার ও সার্বিক সুশাসন নিশ্চিত করতে হবে। টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ অনুযায়ী এসকল প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকরতা নিশ্চিত করতে হবে; নারীর সমতা ও ক্ষমতায়নের অন্যতম প্রতিবন্ধক রাজনৈতিক দুর্নীতি ও দুর্বৃত্তায়ন প্রতিরোধে রাজনৈতিক দলের গণতান্ত্রিক চর্চাসহ আমূল সংস্কার করতে হবে; দুর্নীতির মাধ্যমে অর্জিত আয় ও সম্পদের পারিবারিক ও ব্যক্তিগত দায় সম্পর্কে নারীদের সচেতন করার উদ্দেশ্যে প্রচারণা জোরদার করতে হবে। নারীর নামে অবৈধ সম্পদ অর্জনের আইনি বিধান ও সাজা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে; নারীর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান, তদন্ত ও মামলা পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে সংবেদনশীল ও নারীবান্ধব ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে;  স্বাস্থ্য, শিক্ষা, ভূমি ও স্থানীয় সরকার, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারব্যবস্থাসহ যেসকল প্রতিষ্ঠানে নারীরা সেবা নিতে যান সেসব প্রতিষ্ঠানের সেবাÑ বিশেষ করে নারীদের জন্য প্রদত্ত সেবা সম্পর্কে জেন্ডার সংবেদনশীল পদ্ধতিতে তথ্য প্রচার করতে হবে এবং নারীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে; সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে অভিযোগকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তাসহ একটি নারীবান্ধব অভিযোগ করার ব্যবস্থা থাকতে হবে। অভিযোগের ভিত্তিতে দুর্নীতিসহ সকল প্রকার আইনের লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে; ‘গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (সংশোধিত) আইন ২০০৯’ অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে নারী প্রার্থী মনোনয়ন বাড়াতে হবে; সকল রাজনৈতিক দলের কমিটিতে অন্তত এক-তৃতীয়াংশ নারী সদস্য অন্তর্ভুক্তিসহ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে; প্রতিটি সংসদীয় স্থায়ী কমিটিতে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে; সমাজের সর্বস্তরে নারী নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধে ব্যক্তির রাজনৈতিক ও সামাজিক অবস্থান, মর্যাদা ও প্রভাব বিবেচনা না করে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর দ্রæত বিচার নিষ্পত্তিতে সময়াবদ্ধ সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রস্তুত করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com