জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- চরগোপালপুর পূর্বপাড়া এলাকার হারুনুর রশিদের স্ত্রী মোসলেমা অক্তার শিখা (৩৩) ও ছেলে তাওহীদ (৯)।
মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতের কোনো একসময়ে হারুনুর রশিদের স্ত্রী ও ছেলে খুন হয়েছেন। নিহত মায়ের কপালের বাম পাশে ও শিশুর পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হারুনুর রশিদকে থানায় নেয়া হয়েছে
Leave a Reply