নিজস্ব প্রতিবেদক:
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে, খাদ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ইউনিয়ন পর্যায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতার সকল ভাতা উপকার ভোগীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরেন্দ্র কুমার সিংহ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম হিজলা থানা অফিসার ইনচার্জ জুবায়ের আহমেদ গুয়াবেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাজাহান তালুকদার এছাড়া আরো উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য ও খাদ্যবান্ধব ভোগী সর্বস্তরের মানুষ , প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিগত দিনে অনেক সরকার ক্ষমতায় এসেছে কিন্তু এ ধরনের সুযোগ-সুবিধা কখনোই জনগণ পাননি এ লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকা মাত্রায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনলে সব ধরনের সুযোগ সুবিধা জননেত্রী শেখ হাসিনা দিবে, এ আহ্বানে নৌকা মার্কায় ভোট , চেয়ে সকলকে ওয়াদাবদ্ধ করেন সংসদ পংকজ নাথ, আরো বলেন যে কোন ষড়যন্ত্র আসুক না কেন আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে পারবেন না এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ হয়ে প্রাথমিক ছাত্র-ছাত্রীদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া উপবৃত্তির নগত টাকা তুলে দেন সংসদ সদস্য পঙ্কজ নাথ ।
Leave a Reply