পটিয়ার কুসুমপুরায় প্রতি
পক্ষের হামলায় আহত-২
…………………………………
স্টাফ রিপোর্টার।। পটিয়ার কুসুমপুরা ২ নম্বর ওয়ার্ডে চৌধুরী বাড়িতে গত গত ২৯ মার্চ সন্ধায়পুর্বে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুত্বর আহত হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন আনোয়ার মিয়ার ছেলে রিয়াজ উদ্দীন বাবলু (২২ ) তার ভাগিনা স্কুল ছাএ মোঃ ইমন (১৭)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্যা প্রেরণ করে। এ ঘটনায় আনোয়ার মিয়া বাদী হয়ে মোঃ দিদার, আলমগীর, জাহাঙ্গীর, ইব্রাহিম এর বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। পটিয়া থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায় আনোয়ার মিয়ার সাথে প্রতিপক্ষ ইব্রাহিম চৌধুরীর সাথে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো।এর জের ধরে প্রতিপক্ষরা আনোয়ার মিয়ার ছেলে ও ভাগিনার উপর ২৯ মার্চ সন্ধায় চৌধুরী বাড়ির সামনে রাস্তার পাশে রিয়াজ ও ইমন বসতঘরে ফেরার পথে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় বলে থানার দায়েরকৃত অভিযোগ ও বাদী আনোর মিয়া জানান।থানায় অভিযোগ পেয়ে ওসির নির্দেশে এস আই পরেশ ঘটনাটি তদন্তে করতে যায় বলে জানাগেছে। এ ব্যাপারে আহত পরিবার সুষ্ট বিচার প্রার্থনা করে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্তা নেওয়ার জন্য পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ও জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি আলহাজ্ব শামসুল হক চৌধুরী নিকট দাবি জানান।
Leave a Reply