পটিয়ার দক্ষিণ শ্রীমাই মুক্তিযোদ্ধা শাহ আল সড়ক ৬ মাস না পেরুতে ভাংচুর জনদুর্ভোগ
…………………………………….……………
সেলিম চৌধুরী পটিয়াঃ চট্টগ্রামের পটিয়া
উপজেলার কচুয়াই ইউনিয়ন দক্ষিণ
শ্রীমাই মুক্তিযোদ্ধা শহীদ শাহ আলম সড়কের গত বছর উপজেলা পরিষদের বরাদ্দ ১৬০০ ফুট রাস্তা কাজ করা জন্য ২৪ লক্ষ টাকা বরাদ্দ দেয় । টিকাদার হিসেবে কাজ পান খরনা ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল করিম। কিন্তু সড়কের কাজ শেষ করে প্রায় ১ বছর যেতে না যেতে সড়কটি ভাংচুর খানাখন্দক সৃষ্টি হয়ে সাধারণ মানুষ চলাচলের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে এলাকার লোকজনের অভিযোগ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবলীগ নেতা গোলাম কাদের জানান,শহীদ মুক্তিযোদ্ধা শাহ আলম সড়ক টিকাদার আবদুল করিম অনিয়ম দুর্নীতির মাদ্যেমে সরকারি টাকা হরিলুট করেছে এমন তথ্য জানিয়ে ফেসবুকে ছবি ছেড়ে দেয়। এতে সবার দৃষ্টিগোচর হয়। মানুষ চলাচলের সীমাহীন অসুবিধা হওয়ায় কামাল মেম্বারের
সহযোগীতায়,, এলাকার ব্যাবসায়ী
মির কাশেম, আবদুল রহিম,, গোলাম কাদের লেয়াকত সওঃ গফুর সও,, নাজিম উদ্দীন, মহিউদ্দিন,নেজাম উদ্দিন, এর আর্থিক সহায়তায় ভাংগাচুরা সড়ক সংস্কার করা হচ্ছে বলে জানান কামাল মেম্বার।
আমরা এই রাস্তা নিয়ে অনেক কষ্ট পেয়েছি পরে আমাদের মাননীয় এম পি মহোদয় কাজটা গত বছর করে দিয়েছ কিন্তুু ৬ মাস না জেতে নষ্ট ভেঙেযাই যাহা চলচলের অনুপযোগী পড়ে যার ধরুন
কারো কোন সাড়া না পেয়ে আমরা কয় একজনের কাছ থেকে টাকা নিয়ে এ সড়ক সংস্কার করেন বলে মেম্বার কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন ৩০ হাজার ইট ২ নম্বর রাস্তার সাইডে কাজ করেনি সম্পুর্ন অনিয়ম দুর্নীতির করেছে টিকাদার তিনি এ ব্যাপারে পটিয়া উপজেলার চেয়ারম্যান, নির্বাহী অফিসার পটিয়ার এমপি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী সুদৃষ্টি কামনা করেছে। এ ব্যাপারে আবদুল করিম মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সংশ্লিষ্ট কতৃপক্ষকে আমি কাজ বুজিয়ে দিয়েছি, এখন কি হয়েছে আমার জানা নেই।
Leave a Reply