সেলিম চৌধুরী ::::::- চট্টগ্রামের বিপ্লবী পটিয়ার ধলঘাট ক্যাম্পস্থ সার্বজনীন দূর্গামন্দিরে দুর্বৃত্তদের হামলায় মূতি ভাংচুর পরিদর্শন করতে ঘটনাস্থলে আসেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরি(এম.পি) এসময় তিনি প্রশাসনকে এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যারাই জড়িত দল-মত বিবেচনা না করে সকলকে আইনের আওতায় আনার নির্দেশ দেন।এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরি, পটিয়া সহকারী কমিশনার ভুুুুমি ম্যাজিস্টেট, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন,দক্ষিন জেলা আওয়ামীলীগের সদস্য বিজন চক্রবত্তী,পটিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃদিলীপ ভট্টাচার্য্য,সাধারন সম্পাদক তাপস কুমার দে,দক্ষিন জেলা পূজা পরিষদের সভাপতি জিতেন কান্তি গুহ,উপজেলা পূজা কমিটির সভাপতি ঋষি বিশ্বাস,সম্পাদক সৌমেন চক্রবত্তী,পটিয়া জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাষ্টার শ্যামল দে,মহিলা নেত্রী মেম্বার
সুমি দে, শিল্পী মিত্র,রেখা দাশ,ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ১০নং ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মন্দির কমিটির সভাপতি বাবু রণবীর ঘোষ টুটুন,সম্পাদক প্রবোধ রায় চন্দন,বাবু পংকজ চক্রবত্তী,দিলীপ ঘোষ দিপু,রনজিত দে,ত্রিদীপ দে,সুবল দে,সুমন দে,বাবলু দে,জুয়েল দাশ,মিল্টন দাশ,শিমুল চক্রবত্তী সহ মন্দির কমিটি ও এলাকার সংশ্লিষ্ট নেতৃবর্গ।
Leave a Reply