সেলিম চৌধুরী,বিশেষ প্রতিনিধিঃ- চট্টগ্রামের
পটিয়া ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলি চাইন্ড কিন্ডারগার্টেন স্কুলের
বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্টান ১৪ মার্চ
শনিবার উপজেলা পরিষদের মিলনায়তনে সম্পন হয়েছে।
এ-উপলক্ষ্যে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন
হলি চাইন্ড কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন। এতে প্রধান অতিথি পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।প্রধান আলোচক লেখক ও প্রাবন্ধিক খলিলুর
অধ্যক্ষ আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য বাবু প্রদীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরণ চৌধুরী, ডাক বিভাগের সুপারিটেন্ডেট কেএম আবদুল হামিদ। উপস্থিত ছিলেন মোঃ নাছির, মোঃ ফারুক, অমিয় দাশ, প্রধান শিক্ষক তুষার কান্তি দে। আলোচনা সভা শেষে
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও
পুরস্কার প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন, নৈতিকতা মূল্যবোধ সচেতনতা সামাজিক দায়বদ্ধতা এগুলো আসে পরিবার তথা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থায় এগুলো কতটুকু সংযুক্ত আছে তা দেখলে অবাক হতে হয়। বর্তমানে যতটুকু যুক্ত তা যথেষ্ট নয়। আরও বহুগুণে এ ধরনের শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে অন্যান্য বিষয়ের সঙ্গে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ কোমলমতি শিক্ষার্থীদের পিতা- মাতাকে গুরুত্ব সহকারে পাঠদান করতে হবে পাশাপাশি শিক্ষকরা এগিয়ে আসতে হবে সামাজিক দায়িত্ববোধ থেকে তাহলে ছেলে মেয়েরা নৈতিক শিক্ষা নিজের চরিত্র গঠন ও দেশ ও জাতীর উন্নয়নে ভুমিকা পালন করতে পারবে। তিনি পটিয়া হলি চাইল্ড স্কুলের শিক্ষাই অনন্য ভুমিকা রাখার প্রশংসা করেন।
Leave a Reply