®পটিয়ায় করোনাভাইরাস গণসচেতনতা দিদারুল আলমের মসজিদে সাবান ও গামছা প্রদান
…………………………………………….
পটিয়া(চট্টগ্রাম)থেকেসেলিম চৌধুরীঃ-মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির পক্ষ থেকে পটিয়া পৌরসভা সাবেক সাধারণ সম্পাদক ও ছবুর রোড় রুপা- নিপা ফ্যাশনের কর্নধার সমাজ সেবক দিদারুল আলম ২০ মার্চ শুক্রবার ১১টার সময় করোনাভাইরাস থেকে গণসচেতনতার লক্ষে পটিয়া উপজেলা জামে মসজিদ, হাজী আনোয়ার আলী চৌধুরী জামে মসজিদ, নাইখাইন এলাকায় হযরত শাহসুফী কাজী বারেক শাহ্ (রঃ) জামে মসজিদ, মনু সিখদার জামে মসজিদ, ফজু সওদাগর জামে মসজিদ,বায়তুল মিরাজ জামে মসজিদ সহ ১০টি মসজিদে ইমামদের হাতে ৫ টি করে সাবান ও গামছা গামছা বিতরণ করেন। যাতে মোসল্লীরা পরিস্কার পরিছন্নতা থেকে করোনাভাইরাস থেকে রক্ষা পাই। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দৈনিক জনতার সাংবাদিক সেলিম চৌধুরী, মোহাম্মদ মফিজুল হক টিটু, মোঃ সেলিম প্রমুখ।
সমাজ সেবক দিদারুল আলম বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। সাবান ও পানি দিয়ে ঘনঘন পুরো হাত ধোয়ার পাশাপাশি অ্যালকোহলমুক্ত স্যানিটাইজার দিয়ে তালুসহ হাত পরিস্কার রাখতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় হাতের কনুইয়ের ভাঁজে বা টিস্যু দিয়ে নাক ঢাকতে হবে এবং ব্যবহৃত টিস্যুটি দ্রুত বন্ধ ডাসবিনে ফেলে স্যানিটাইজার বা সাবান ও পানি দিয়ে হাত পরিস্কার ও পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকতে হবে এর পাশাপাশি অপরিস্কার হাত দিয়ে চোখ, নাক, ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকার আহবান জানান।
Leave a Reply