পটিয়ায় করোনা আক্রান্ত
ব্যাক্তির পরিবার লকডাউন করেছে নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা
…………………………………………
সেলিম চৌধুরী, পটিয়া থেকেঃ- এই মাএ পটিয়া উপজেলা প্রশাসন ফেসবুক টাইমলাইন থেকে জানায়ায়, চট্টগ্রামে করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় তার বেয়াই আবু ইউসুফ (৬৭), পিতা- ফজল আহমদ, বুড়া মিয়ার বাড়ী, শেয়ান পাড়া, ০৪নং ওয়ার্ড, পটিয়া পৌরসভা এর পরিবারকে লকডাউন করেছেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা সহ প্রশাসনের কর্মকর্তা ।এবং তার পরিবারকে আগামী দশ দিনের উপযোগী খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য যে, আবু ইউসুফ এর পুত্র কামাল ২৩.০৩.২০২০ তারিখ এ করোনা আক্রান্ত ব্যক্তিকে (সম্পর্কে শ্বশুর) দেখতে যান। আবু ইউসুফ এসময় কামাল এর বাড়িতে অবস্থান করছিলেন ও গত ২.৪.২০২০ তারিখে পটিয়াতে আসেন। একইসংগে করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের সাথে Third Level conact এ আসা (তার পিতা-মাতা করোনা আক্রান্ত ব্যক্তির স্ত্রীকে দেখতে গিয়েছিলেন সপ্তাহখানেকের মধ্যে) খরনা, ০৩নং ওয়ার্ডের ফকির পাড়া গ্রামের কুলসুমা আক্তার এর পরিবারকে ১৪ দিনের জন্য বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন এ প্রেরন করা হয়। স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের মাধ্যমে তা নিশ্চিত করা হয়।
Leave a Reply