পটিয়ায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত- ৮
থানায় মামলা দায়ের
.……………………………………………
বিশেষ প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে গত ৩ এপ্রিল দুপুরে নাথ পাড়ায় তুচ্ছ ঘটনা ও জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ ৮ জন আহত হয়েছে মর্মে অভিযোগ পাওয়াগেছে। আহতরা হলেন অপু নাথ, খোকন নাথ, নুপুর নাথ, নমিতা নাথ,যোগাইয়া নাথ, শান্তা নাথ, পলিমা নাথ,মনি নাথ।এঘটনায় মৃত সতিশ নাথের ছেলে বাদী হয়ে একই এলাকার সুমন নাথ, হেলাল,জিকু,এমামুল হক, বিমল,ছোটন, টিটু, মিন্টু নাথের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা রুজু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন।আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা জন্য প্রেরণ করে। এর মধ্যে সুমন নাথকে পুলিশ গ্রেফতার করলেও সে বর্তমানে জামিনে রয়েছে বলে জানাগেছে। মামলার এজাহার সুএে জানাযায় সমির নাথের ছেলে অপু নাথ বাড়ির পাশে পুক বিলে গরু চারণের জন্য যায়। এসময় প্রতিপক্ষরা অপু নাথের গরুর রশি টানাটানি করে এর এক পর্যায়ে অপু নাথ কে তারা মারধর করে। অপু নাথের চিৎকার শুনে তার পরিবারের লোকজন এগিয়ে এসে বাঁচানোর চেষ্টা করলে প্রতিপক্ষরা তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে গুরুত্বর জখম করে বলে মামলার এজাহারে উল্লেখ করেন।এছাড়াও নুপুর নাথের দাঁত পড়ে যায় এবং শান্ত নাথ ও পলিমা নাথের পরনে কাপড়
টানাটানি করে চিড়ে পেলে শ্লীলতাহানি করে মামলার এজাহার সুএে প্রকাশ।
মামলার বাদী সমির নাথ জানান তাদের সাথে
প্রতিপক্ষদের সাথে জায়গায় নিয়ে বিরোধ চলে আসছিল এর জের ধরে প্রতিপক্ষরা তাদের পরিবারের উপর পরিকল্পিত ভাবে এ হামলার ঘটনা ঘটায়। বর্তমানে বিষয়টি পটিয়ার এমপির হস্তক্ষেপ কামনা করেছে আহতরা।
Leave a Reply