.
সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ পটিয়া সার্কুলার রোড়ে অবস্থিত প্রতিবন্ধি বধির উন্নয়ন সংস্থার কার্য়লয়ে সংগঠনের প্রধান ইশারা দোভাষী ও বিটিভি সংবাদ পাঠিকা (সাংকেতিক) আফরোজা খাতুন মুক্তার হাতে
পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডে কৃতি সন্তান সমাজ সেবক মজিবুর রহমান রানা ও ষ্টেশন রোড়ে ব্যাবায়ী সমাজ সেবক মোঃ বেলাল বৈদ্যুতিক পাকা ও চা খাওয়া উপহার সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পটিয়া বধির প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম ও সহ সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ নাজিম, দৈনিক জনতা চট্টগ্রাম জেলা ও পটিয়া প্রতিনিধি সেলিম চৌধুরী , সংগঠনের সাধার সম্পাদক মোঃ সেলিম সহ সংগঠনর বিভিন্ন পর্যায়ে
কর্মীরা। সংগঠনের পটিয়ার
সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বধির প্রতিবন্ধিরা সমাজের বুঝা নয় তাদেরকে অবহেলা না করে তাদের স্বাভাবিক জীবনে সকল কাজে সফল মানুষরা এগিয়ে আসার আহবান জানান। সহ সভাপতি সংগটনের প্রতিষ্টাতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাজিম উদ্দীন বলেন, বিত্তশালী লোকেরা যদি প্রতিবন্ধিদের সকল সুখে দুঃখে পাশে এগিয়ে আসলে এবং বিভিন্ন সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করলে বিত্তশালীদের টাকা সম্পদ কমবেনা বরং বাড়বে তাই সমাজের বিত্তশালীরা বধির প্রতিবন্ধিদের সকল বিপদে আপদে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান। মজিবুর রহমান রানা বলেন, আসলে পটিয়া বধির প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সংগঠনের নেতাদের মহোতি কাজে অনুপ্রেরণা পেয়ে ক্ষুূদ্রু সহযোগিতা করতে পেরে নিজেকে আনন্দ লাগছে ভবিষ্যতে তাদের কাজে আমার সাধ্যমত সহযোগিতা করে যাওয়ার দৃঢ় প্রত্যায় ব্যাক্ত করেন।
Leave a Reply