পটিয়ায় বনবিভাগের অভিয়ান এক
লক্ষ টাকার সেগুন কাঠ আটক
…………………………………….
সেলিম চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ-
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা অভিযান চালিয়ে এক লাখ টাকার সেগুন কাঠসহ একটি মিনি ট্রাক আটক করেছে। শুক্রবার রাতে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ছত্তরপেটুয়া এলাকা থেকে পাচারের সময় এসব সেগুন কাঠ জব্দ করেন। এসময় উপস্থিত ছিলেন পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম, বন বিভাগের কর্মচারী রফিকুল ইসলাম, মো. শাহজাহান, আমির খসরু, হেডম্যান মহিউদ্দিন, নুরুল আলম ও মাহবুবুল আলম। একটি চক্র দীর্ঘদিন ধরে কেলিশহর, হাইদগাঁও, কচুয়াই, শ্রীমাই এলাকার পাহাড় থেকে গাছ কেটে বিভিন্নভাবে পাচার করছে। বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে অভিযান চালিয়ে এক লাখ টাকার সেগুন কাঠ ও একটি মিনি ট্রাক জব্দ করেন।
পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, সেগুন কাঠ পাচারের সময় পটিয়া বন বিভাগ অভিযান চালিয়েছে। এই অভিযান অব্যাহত রাখা হবে। সম্প্রতি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি কাঠ ও বিভিন্ন প্রজাতির পাহাড়ি কাঠ জব্দ করেন এবং বন আইনে একাধিক মামলা দায়ের করেছেন।
Leave a Reply