পটিয়ায় বিভিন্ন প্রজাতির
২ লাখ টাকার কাঠ আটক
…………………………………………..
সেলিম চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইইগাঁও ইউনিয়নে সাতগাছিয়া দরবার শরীফ এলাকায় এটি আর এগ্রুোফার্ম সংলগ্ন পাহাড়ে গাছ সিন্ডিকেট কতৃক পাচারে উদ্যেশ্যে
মওজুদ কৃত ছোরাই কাঠ গোপন সংবাদের ভিক্তিতে পটিয়া বনবিভাগ রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম এর নেতৃত্বে ৩১ মার্চ মঙ্গলবার রাতে এবং ১ এপ্রিল বুধবার রাতে অভিয়া ছালিয়ে বিভিন্ন প্রজাতির দুই মিনি ট্রাক কাঠ দুইশত ঘনফুট আটক করে। গাছের আনুমানিক মুল্য ২ লক্ষ টাকা। গাছের মধ্যে ছিল সেগুন, গামারি ,কড়ই
মেহগনি সহ বিভিন্ন প্রজাতির গাছ ছিলো বলে স্থানীয় লোকজন সুএে জানাগেছে। এলাকার লোকজনের সাথে বলে জানাগেছে একটি বিশাল গাছ পাচারকারী সিন্ডিকেট রয়েছে ঐ এলাকার তারা ধরাকে সরাজ্ঞান করে। তাদের নাম প্রকাশ করে সংবাদ প্রচার করলে তারা লাখ টাকা বাজেট করে সাংবাদিক মেরে ফেলার এমনকি গত বছর কাঠ পাচারকারীদের বিরুদ্ধে সংবাদ প্রচার হলে তারা পটিয়া পৌর সদরে এসে দুইজন সাংবাদিক কে হত্যার হুমকি দেয়। গাছ পাচারকারী সিন্ডিকেট এর বিরুদ্ধে পটিয়ার এমপি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী সহ উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছে পাহাড়ে গাছ বাগান চাষিরা। উক্ত কাঠ পাচারকারীদের আইনের আওতায় আনার দাবি জানান সাবেক পটিয়া পৌরডভার মেয়র শামসুল আলম মাষ্টার। চট্টগ্রাম দক্ষিণ পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান গাছ পাচারকারী য়তই শক্তিশালি হোকনা কেনো তাদেরকে আইনের আওতায় আনা হবে।জব্দকৃত কাঠ বন আইনে মামলা রুজু হয়েছে। কারা জড়িত তা খুঁজে বের করা হবে এবং এ অভিযান অব্যহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, বন বিভাগের কর্মচারী রফিকুল ইসলাম, আমির খসরু, মো. ইকতিয়ার উদ্দীন, নুরুল আলম, হেডম্যান মো. মহিউদ্দিন, মো. মাহবুব ও মো. শাহজাহান।
Leave a Reply