পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ- মাইজভান্ডারী গাউছিয়া হক বাংলাদেশ,পটিয়া উপজেলার সাংগঠনিক সমন্বয়কারীবৃন্দের উদ্যােগে সকল শাখার নেতৃবৃন্দর এবং প্রতিনিধিগনের সাথে এক মতবিনিময় সভা গত ৭ মার্চ শনিবার সন্ধায় দি কিং অব পটিয়া কমিউনিটি সেন্টারে পটিয়ার সমন্বয়কারী মুহাম্মদ জাফরুল ইসলাম সভাপতিত্বে ও সমন্বয়কারী মফিজ উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আবুল মুনসুর খাঁন। বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি পটিয়ার সমন্বয়কারী যথাক্রমে মুহাম্মদ নাছির উদ্দীন, আলী আকবর সিখদার, সাইফুল ইসলাম সোহেল, আবদুর রহিম, শাহজাদা সালাউদ্দিন, দৈনিক জনতা সাংবাদিক সেলিম চৌধুরী, শফিউল আলম, নজরুল ইসলাম, আবু তাহের মাষ্টার, খোরশেদ আলম এবং কুরআন তেলাওয়াত করেন আবদুল আজিজ সহ পটিয়া- কর্ণফুলী উপজেলার প্রত্যাক শাখার সভাপতি/ সম্পাদক ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি লেখক ও গবেষক আবুল মুনসুর খাঁন বলেন, মাইজভান্ডারী দর্শন সকল মানুষের কাছে পৌঁছে দিতে সম্বয়কারীগন একযোগে ঐক্যবদ্ব হয়ে কাজ করার আহবান জানান। সভাপতির বক্তৃতাই পটিয়ার সমন্বয়কারী জাফরুল ইসলাম বলেন, সাংগঠনিক সমন্বয়কারী য়ে সফলতার দৃষ্টান্ত তা শাখা কমিটির সহযোগিতার কারণে সাফল্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন,অতীতের চেয়ে বর্তমান নতুন সম্বয়কারীদের আরোও বেশি সহয়োগিতার প্রত্যাশা করে বলেন,পরের দোষটা পরিহার নিজের দোষ ধ্যানে করার বাণী টি অন্তরে নিয়ে কাজ করলে সমনয় বৃদ্ধি পাবে এবং কখনো সম্বনয় নষ্ট হবেনা এতে ৬ জন সমন্বয়কারী একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
Leave a Reply