সেলিম চৌধুরী ষ্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাব্বারুল ইসলাম নেতৃত্বে এসআই নুরুল আমিন সঙ্গীয় অফিসার সহ গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া পৌরসভাধীন কালি বাড়ীর সামনে চেক স্থাপন করিয়া মাদক ব্যবসায়ী আব্দুল আলম (২৮) পিতা- কবির আহমদ, সাং- পূর্ব হাইদগাঁও, মাহাদাবাদ, পাতিল বাড়ী, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম কে চোলাই মদ বহন কাজে ব্যবহৃত সিএনজি এবং ৫০০ লিটার দেশীয় তৈরি চোলাই মাদক
সহ আটক করতে সক্ষম হন। এই সংক্রান্তে পটিয়া থানার মামলা নং- ১৩, তাং-০৯/৩/২০২০ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ২৪ (গ)/৩৮/৪১ রুজু হয়। পটিয়ার কেলিশহর গুচ্ছ গ্রাম পাহাড়ে এবং দারগা হাট, ভট্টাচার্য হাট এলাকায় একটি বিশাল মাদক সিন্ডিকেট রয়েছে। সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে এসব মাদক কারবারিদের গ্রেফতার করার দাবি জানান এলাকাবাসী এছাড়াও পটিয়া বৈলতলী রোড়, পটিয়া পৌরসভার হাবিবুর পাড়া চিহ্ন মাধক কারবারি বর্তমানে রমরমা ইয়াবা পাচার ও বিকিকিনি করছে বলে এলাবাসীর অভিযোগ। এসব মাদক কারবারি বার বার জেল হাজত থেকে বেরিয়ে এসব অপকর্মে লিপ্ত রয়েছে। মাদক নির্মুলে পুলিশের ভুমিকা আরো বেশি জোরদার করার আহবান জানিয়েন সচেতন মহল।
Leave a Reply