পটিয়ায় যুবলীগনেতা এনাম মজুমদার ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ
………………………… সেলিম চৌধুরী বিশেষ প্রতিনিধিঃ- পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক মজুমদার ৩০ মার্চ সোমবার বিকালে তার ব্যাক্তিগত উদ্যােগে কচুয়াই ইউনিয়নে ৪-৫-৬ নম্বর
ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে গরীব অসহায় দরিদ্র দুঃখী দিনমজুরসহ ২শতাধিক পরিবারের মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক
নাজিম উদ্দীন মজুমদার, যুবলীগ নেতা হারুন উদ্দিন মজুমদার, মোঃ মোজাফফর, রবিন মজুমদার,আরেবীম মজুমদার,আচিপ মজুমদার, ফয়সাল মজুমদার, আকিব মজুমদার, নোমান মজুমদার প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণ কালে যুবলীগ নেতা এনামুল হক মজুমদার বলেন,জাতীয় সংসদের হুইপ পটিয়ার মাননীয় এমপি আলহাজ্ব শামসুল হক চৌধুরীর নির্দেশে করোনাভাইরাস মোকাবেলা করতে এলাকার জনগণকে সচেতন ও জীবন বাঁচানোর লড়াই সামিল হয়েছি। তিনি আরোও বলেন, করোনাভাইরাস পৃথিবীর সবচেয়ে বড় রোগ হচ্ছে ‘ভয়’ চারিদিক শুধু গুজব আর গুজবের মহামারী চলছে অথচ যে কাজগুলো করনীয় তা কিন্তু আমরা সঠিকভাবে করছিনা।
লেখার লোকের সংখ্যা বেশি পড়ার লোকের বড্ড অভাব জেনেও অনুরোধ করছি ১০০% নিশ্চিত না হয়ে কোন কিছু লিখে বা ধর্মের নামে যা সত্য নয় তা লিখে মানুষের মধ্যে আতংকের সৃষ্টি করবেন না।মানুষের বর্তমান ভয়ের মূল কারণ করোনাভাইরাস। এর থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে পরিস্কার পরিছন্নতা সরকারের নিয়ম নির্দেশনা মেনে চলে ঘর থেকে য়ত সম্ভব বের না হওয়া সাবধানতার দরকার। অসাবধানতাও যে এ রোগটি ছড়ানোর একটি বিশেষ কারণ সে দিকে আমাদের সচেতন হতে হবে। প্রোঅ্যাক্টিভ ভাবে দেশের এই দুর্দিনে জনগণের সাথে থাকা প্রাকৃতিক দুর্যোগে জনগণের সহায়তায় এগিয়ে আসার জন্য বাংলাদেশ সামরিক বাহিনীর সব সময় একটি ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।আমি যথেষ্ট আশাবাদী বর্তমান কোভিড-১৯ সঙ্কটের সময়েও বাংলাদেশ সামরিক বাহিনী অবশ্যই এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্রিয় ভূমিকা পালন করার মাধ্যমে আমরা করোনাভাইরাস মোকাবেলা করতে সরকার সক্ষম হবে।
হ
Leave a Reply