পটিয়ায় সমাজ সেবক
দিদারুল আলম মসজিদে
মাইক সরঞ্জাম প্রদান
………………………….
পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরীঃ- চট্টগ্রামের পটিয়া পৌরসভা মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সমাজ সেবক এবং ছবুর রোড় রুপা- নিপা ফ্যাশনের কর্ণধার দিদারুল আলম তার পারিবারিক অর্থায়নে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির পক্ষ থেকে ৩১ মার্চ মঙ্গলবার বিকালে উপজেলার নাইখান রাস্তার মাথায় অবস্থিত হযরত আবুবক্কর সিদ্দিক (রঃ) জামে মসজিদে মাইক এবং মাইকের বিভিন্ন সরঞ্জাম প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির সমন্বয়কারী মোহাম্মদ
জাফরুল ইসলাম, দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলা পটিয়া ও চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম চৌধুরী, মোঃ সোহেল, জনাফ আলী, এস আই সিরাজ, মোঃ সিরাজ প্রমুখ। সমাজ সেবক দিদারুল আলম বলেন,
মসজিদ হলো আল্লাহর ঘর-এবং তার নিকট সবচেয়ে প্রিয় স্থান এটি হাদিস দ্বারা প্রমাণিত।
আর মাদ্রাসা যেহেতু আল্লাহ বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিস এবং দ্বীন ইসলাম শিখানো হয় সেহেতু এটিও আল্লাহর রহমত, বরকত ও প্রিয় স্থান-এতে কোনো সন্দেহ নাই। সকল মুসলমান কে বেশি করে আল্লাহ ও তার প্রিয় রাসুল (সঃ) নাম স্বরণ করে নামাজ, হজব্রত রোজা, যাকাত প্রদান করে নিজের এবং দেশের সকল মানুষের সুস্বাস্থ্যের কামনা করতে হবে। নৈতিক ধর্মীয় শিক্ষাই সুশিক্ষিত হতে তিনি সকল সম্পাদায়ের লোকের প্রতি আহবান জানান।
Leave a Reply