সেলিম চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ-
পটিয়ায় হয়রত গোলতাজ খাতুন (জান্নাত) ( রঃ) ১২ তম বার্ষিক ওরশ শরীফ পৌরসভার ৫ নং ওয়ার্ড হাবিবুর পাড়া মাজার প্রাঙ্গনে ৬ মার্চ শুক্রবার সম্পন্ন হয়েছে। এতে দিন ব্যাপি কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া,মিলাদ মাহফিল, জিকির ও মোনাজাত শেষে তবারুক বিতরণ করা হয়। শাহজাদা মৌলনা আহমদ নুর সভাপতিত্বে ও দৈনিক জনতা চট্টগ্রাম জেলা ও পটিয়া প্রতিনিধি সাংবাদিক সেলিম চৌধুরী পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহমদ ছফা, মহিউদ্দিন বকুল, মৌলবি নাছির উদ্দীন, সালাম তালুকদার, আবুল কালাম সওঃ, নাছির উদ্দীন, মৌলান আরিফ উল্লাহ আলকাদেরী প্রমুখ। সভায় বক্তারা বলেন আল্লাহ ও তার রাসুল (সঃ) এর সুন্নাহ ও ত্বরিকা অনুসরণ করে আউলিয়ার কেরামগন মানবের কল্যাণে সত্যি ও সঠিক রুপ রেখা মানুষের মাঝে আলোর দিশারি কাজ করবে। তার ধারাবাহিকতা সুফিগণ বিভিন্ন দেশে ধর্মে সঠিক সন্ধান দিয়েছেন। তাই আল্লাহ তার প্রেরিত রাসুল (সঃ) পথ অনুসরণ করলে মানুষের ইহকালে এবং পরকালে নেয়ামত ভোগ করবে ভালো কাজের মানুষ গুলো।
Leave a Reply