পটিয়া আল-আমিন সমাজ কল্যাণ পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ
……………………………..
সেলিম চৌধুরী পটিয়াঃ- চট্টগ্রামে পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের ওখাড়া আল-আমিন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এলাকার করোনা ভাইরাসের কারনে সরকারের ঘোষিত হোম কোয়ারেন্টাইন পালনে সৃষ্ট পরিস্থিতিতে মানবসেবার অংশ হিসেবে অসহায়,দুস্থ ও গরীব অসহায়
শতাধিক পরিবারের মাঝে ৪ এপ্রিল বিকালে প্রযোজনীয়
খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ওখাড়া আল-আমিন সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি সুলতান আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী মাস্টার, সদস্য ফজলুল হক ও আরো অনেকে। সংগঠনের নিজস্ব অর্থায়নে প্রায় ৫০টিরও বেশি পরিবারকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তারা মানুষের এ দূর্যোগের সময় নিজ নিজ এলাকার বিত্তশালী ও দানবীর ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান। তাছাড়া এলাকার সাধারন মানুষকে সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকুন,নিরাপদ ও সুস্থ থাকুন নীতিতে একাত্বতা প্রকাশ করে সরকারকে সহযোগিতা করার
জনগণের প্রতি অনুরোধ জানান। বিষয়টি নিশ্চিত করেন বিশিষ্ট সমাজ সেবক আবু তাহের চৌধুরী। তিনি করোনাভাইরাস মোকাবেলা করতে সকলকে পরিস্কার পরিছন্নতা সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান।
Leave a Reply