পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা সতর্কীকরণ বিজ্ঞাপ্তি
………………………………………… সেলিম চৌধুরী পটিয়াঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রবাসীদের তথ্য সংগ্রহ ও তাদের সতর্কীকরণ এ মূলত গ্রাম পুলিশরা কাজ করেন। তাদের করণীয় বিষয়ে ব্রিফিং, তার ওয়ার্ডে বিদেশ হতে আগত ব্যক্তিদের তথ্য সংগ্রহের সময় তারা কিভাবে নিজেদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করবে সে বিষয়ে, এবং যেকোন জনসমাগম বন্ধে ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে অগ্রণী ভূমিকা পালন করার জন্য তাদের নির্দেশনা দেয়া হয়। এসময় তাদেরকে নিজেদের মধ্যে তিন ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়াতে বলা হয়, তাদেরকে হাত ধোয়ার বিষয়ে ও হোম কোয়ারেন্টাইন কী সেবিষয়ে অবহিত করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩৮ জন গ্রাম পুলিশের মাঝে হাত ধোয়ার জন্য সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।
Leave a Reply