পটিয়া- কর্ণফুলীতে মওলা হুজুরের সৈনিকরস তিন
হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ চলমান
.………………………………..
সেলিম চৌধুরী পটিয়াঃ- পটিয়া- কর্ণফুলী উপজেলার ২২ টি ইউনিয়ন ও পটিয়া পৌরসভা সহ বতর্মান করোনাভাইরাস
মহামারিতে তিন হাজার গরীব অসহায় দুঃখী মেহনতী দিনমজুর পরিবারের পাশে থাকার প্রত্যয়ে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পটিয়ার সম্বয়ককারী মোঃ জাফরুল ইসলাম, সমন্বয়কারী মোহাম্মদ নাছির উদ্দীন,
সমন্বয়কারী মফিজ উদ্দিন,
সমন্বয়কারী আলী আকবর সিখদার, সমন্বয়কারী সাইফুল ইসলাম সোহেল,সমন্বয়কারী আবদুর রহিম,সাবেক পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক দিদারুল আলম, শাহজাদা সালাউদ্দিন এবং কর্মকর্তা আবুল হাসেম মিন্টু সহ মওলা হুজুরের নির্দেশে
অসহায় হত-দরিদ্রের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চলমান রয়েছে। এসময় পটিয়া- কর্ণফুলী,পটিয়া পৌরসভা সহ সকল শাখার নেতৃবৃন্দ উপস্থিত থেকে তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে কাজ এগিয়ে চলছে বলে জানান সম্বয়কারী জাফরুল ইসলাম ও নাছির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply