পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ- চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা এক অভিযান চালিয়ে একটি করাত কল বন্ধ করে দিয়েছেন এবং পাহাড়ি বেশকিছু কাঠ কল জব্দ করেন। ১১
মার্চ বুধবার সকালে বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ্
চৌধুরীর নির্দেশে পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম এই অভিযান চালান বলে জানাগেছে। পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের চক্রশালা এলাকা থেকে বিভিন্ন প্রজাতির পাহাড়ি কাঠ জব্দ করেন এবং পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার রৌশনহাট এলাকার অবৈধ একটি করাত কল বন্ধ করে দেন।জানা গেছে, দক্ষিণ বন বিভাগের আওতায় পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী ও কর্ণফুলী-আনোয়ারা এলাকায় বেশকিছু করাত কল রয়েছে। চন্দনাইশের রৌশন হাট এলাকায় মোহাম্মদ মাছন নামের একব্যক্তি কিছুদিন ধরে করাত কলে কাঠ মজুত রাখেন। এ খবর পেয়ে পটিয়া বন বিভাগ অভিযান চালায়। এসময় করাত কলের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। অভিযানে ছিলেন পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম, বন বিভাগের কর্মচারী রফিকুল ইসলাম, আমির খসরু, মো. ইকতিয়ার উদ্দীন, নুরুল আলম, হেডম্যান মো. মহিউদ্দিন, মো. মাহবুব ও মো. শাহজাহান। করাত কল থেকে বিভিন্ন প্রজাতির ৫০ ফুট গাছ ও পটিয়ার চক্রশালা এলাকা প্রায় ৩শ ফুট পাহাড়ি গাছ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা মতন হবে বনবিভাগ কর্মকর্তা সুএে জানাগেছে। পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণ বন বিভাগের অধীনে যেসব এলাকায় অবৈধ করাত কল রয়েছে তা শীঘ্রই অভিযানের মাধ্যমে বন্ধ করা হবে। এছাড়াও অবৈধ কাঠ পাচারকারী যাতে কোন সুয়োগ নিতে না পারে চলমান অভিযান অব্যহত থাকবে ।
Leave a Reply