পটিয়া নির্বাহী অফিসার ফারজানা সাথে পরিবহন মালিক সমিতির মতবিনিময়
…………………………………………
সেলিম চৌধুরী পটিয়াঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ফারজানা জাহান উপমা সাথে পটিয়া পরিবহন ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সিট ক্যাপাসিটির বাইরে অতিরিক্ত যাত্রী নেয়া থেকে বিরত থাকা, বাসের হেল্পার ও ড্রাইভারদের সচেতন করা ও প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ করা এবং যাত্রীদের করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়ে অবগত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। যাতে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহবান জানান। এ ছাড়াও সরকারি নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্তা নেবেন বলে মতবিনিময় সভা সুএে জানাযায়। পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা বলেন, দেশের কথা জনগণের কথা চিন্তা করে করোনাভাইরাস মোকাবেলা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় পটিয়ার পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক পরিবহন চলবে এর বাইরে যাওয়ার সুযোগে নেই।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪৪২
Leave a Reply