পটিয়া পৌরসদরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৫
থানায় অভিযোগ
………………..……………….
বিশেষ প্রতিনিধিঃ- পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড
মঙ্গলচাঁদের বাড়িতে তুচ্ছ ঘটনার জের প্রতিপক্ষের হামলায় মহিলা সহ ৫ জন গুরুত্বর আহত হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ০১ এপ্রিল রাত আনুমানিক ১১ টার সময় মঙ্গল চাঁদের বাড়িতে।আহতরা হলেন মোঃ আলতাফ উদ্দীন, তার স্ত্রী মমতাজ বেগম, ছেলে হেলাল উদ্দিন, ভাইজি রানু আক্তার, শাহিন আক্তার। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য প্রেরণ করে। এঘটনায় মৃত কালা ফকিরের ছেলে মোহাম্মদ আলতাফ উদ্দীন বাদী হয়ে ২ এপ্রিল একই বাড়ির নুর মোহাম্মদ, ফুল মোহাম্মদ, মুজিবুর রহমান, শেখ আহমদ, আহমদ নুর, বদিউল নুর সহ অজ্ঞাত নামা ৫/৬ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায়, প্রতিপক্ষ বিবাদীগণ আলতাফ উদ্দীনের জায়গায় উপর ছাদ ঢালায়ের কাজ করলে এতে আলতাফ উদ্দীন বাঁধা প্রদান করে। এর জের ধরে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আলতাফ উদ্দীনকে দা চুরি লোহার রড গাছের বাটামসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আলতাফ উদ্দীন এর চিৎকার শুনে তার স্ত্রী মমতাজ বেগম, ছেলে হেলাল উদ্দিন, ভাইজি রানু আক্তার ও শাহিন আক্তার এগিয়ে আসলে আলতাফ কে বাাঁচানোর জন্য প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালিয়ে মমতাজ বেগমের মাথা ফেটে দেয় এবং হেলাল উদ্দিনের মাথায় গুরুত্বর রক্ততাক্ত কাটা জখম করে । এর একপর্যায়ে শাহিন আক্তারকে শ্লীলতাহানির উদ্দেশ্যে পরনের কাপড় ধরে টানা হেছড়া করে। এঘটনায় সময় প্রতিপক্ষরা ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর
লুটপাট তান্ডব চালিয়ে আনুমানিক এক লাখ টাকার ক্ষতিসাধন করেছে বলে থানার দায়েরকৃত অভিযোগ সুএে প্রকাশ। বর্তমানে আলতাফ উদ্দীন প্রতিপক্ষদের হুমকি ধামকিতে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। সে এব্যাপারে পটিয়ার এমপি হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী ও পটিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) বোরহান উদ্দিনের হস্তক্ষেপ কামনা করেছে । আলতাফ জানাম এ ঘটনায় মামলা রুজু হচ্ছে।
Leave a Reply