পটিয়া প্রতিনিধিঃ- চট্টগ্রামের
পটিয়া পৌরসভা জাতীয় পার্টির প্রতিনিধি সভা ৬ মার্চ শুক্রবার বিকালে দলীয় কার্যালয় পটিয়া পৌরসভা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক দৈনিক জনতা চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম চৌধুরী সভাপতিত্বে এবং পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সদস্য সচিব মোস্তাক আহমদের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মাহবুল আলম বাঁশি, যুগ্ম আহ্বায়ক নুরুচ্ছফা সরকার, মোঃ সাইফু, শফি সওঃ, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম গান্ধী, মোঃ হারুন, জালাল উদ্দীন, মোঃ ইউসুফ, দিদারুল আলম, রঞ্জন ধর, মোরশেদ, টিপু, ঝন্টু, রতন দাশ প্রমুখ।
সভায় বক্তারা জাতীয় পার্টিকে শক্তিশালি করতে এখন থেকে পটিয়া পৌরসভার ৯ টি ওয়ার্ড আগামী ১ মাসের মধ্যে সন্মেলনের মাধ্যমে কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা আরোও বলেন, জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপ্রতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদের শাসনামলে বিভিন্ন উন্নয়ন জনগণের সামনে তুলে ধরে নতুন প্রজন্মকে জানান দিতে দলকে শক্তিশালি করতে হবে এবং জিএম কাদের নেতৃত্বে দলের সকল নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ থাকতে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক পটিয়া পৌরসভার মেয়র শামসুল আলম মাষ্টারের নির্দেশনা মেনে চলার আহবান
Leave a Reply