প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বরিশালগামী আল-আমীন পরিবহন (বরিশাল মেট্রো-ব ১১-০০২১) নামের যাত্রীবাহী বাসটি দ্রুত ফেরীতে ওঠার সময় চাপা দিলে পথচারী সুলতান আহমেদ গুরুতর আহত হয়। স্থানীয়রা মুমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তার মৃত্যু ঘোষনা করে। নিহত সুলতান আহমেদ পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হেডক্লার্ক পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বাউফল উপজেলায় বলে জানা গেছে।
পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালাতক রয়েছে।
Leave a Reply