কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের ছোড়া গোলায় ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, উরির নাম্বালা সেক্টরে ভারতীয় ৩ সেনা জওয়ান নিহত হয়েছে। শুক্রবার সকাল থেকে অস্ত্রবিরতি লঙ্ঘন করে এ অঞ্চলে পাকিস্তানি সেনারা মর্টার এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে। এছাড়া উরির হাজি পীর সেক্টর এলাকায় পাক সেনাদের গোলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন সদস্য নিহত ও আরও একজন আহত হয়েছেন।
জম্মু-কাশ্মীরের বারমুল্লা জেলার উরির কামালকোট সেক্টরে আরও দুই বেসামরিক নাগরিক এবং হাজি পীর এলাকার বালকোটে এক নারী নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভারতীয় কর্মকর্তারা। পাক সামরিকের ওই হামলার পাল্টা জবাবও দিয়েছে ভারত। ভারতীয় সেনা এবং বিএসএফের তরফে পাক হামলার ‘জবাব’ দেয়া হয়। ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের সেনা সূত্রের দাবি, পাল্টা হামলায় ৭-৮ জন পাক সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ভারতের গোলায় পাক সামরিকের বাংকার, জ্বালানী ডাম্প, এবং লঞ্চ প্যাড ক্ষতিগ্রস্ত হয়েছে।
Leave a Reply