রোববার সকালে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে বলে আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকাল পৌনে ৯টার দিকে নবনির্মিত একটি ভবনের পানির ট্যাংক পরিষ্কার করার জন্য নেমেছিল ওই দুই শ্রমিক। সেখানে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয় বলে ধারণা করছি।”
তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি মোস্তাফিজুর জানান।
Leave a Reply