দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়ায় বৈরী আবহাওয়া ও পানি বৃদ্ধির কারণে লঞ্চ চলাচল বন্ধ থাকার ২৪ ঘণ্টা পর আবার তা চালু হয়েছে।
অন্যদিকে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও পাটুরিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় দুশতাধিক ট্রাকের সারি। তবে দৌলতদিয়া প্রান্তে কোনো যানবাহনের সারি নেই বললেই চলে।
দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন যুগান্তরকে বলেন, বেরী আবহাওয়ার কারণে কর্তৃপক্ষের নির্দেশে একদিন লঞ্চ চলাচল বন্ধের পর আজ শুক্রবার সকাল ৮টার দিকে ১৮টি লঞ্চ বহরে রেখে চালু করা হয়। ঘাটে যাত্রীদের তেমন কোনো চাপ নেই।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান করণিক মো. ইউসুফ মিয়া বলেন, পদ্মার পানি ৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
Leave a Reply