সুমন মল্লিক বিশেষ প্রতিনিধি :
পিরোজপুরে একটি বিকাশ এজেন্ট পয়েন্টে অভিনব কায়দায় প্রতারনা করার সময় স্বামী-স্ত্রী ও শ্যালকসহ একটি চক্রের ৩ সদস্যকে জনতা আটক করে । পরে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার গিওর উপজেলার বেড়াডাঙ্গা গ্রামের আঃ সোবাহানের পুত্র উজ্জল মিয়া, তার স্ত্রী সামসুন্নাহার এবং শ্যালক মোঃ ফয়সাল। এদের মধ্যে সামসুন্নাহার এবং তার ভাই ফয়সাল বাগেরহাট জেলার মেড়েলগঞ্জ থানার চর হোগলাবুনিয়া গ্রামের সোহরাবের সন্তান। বুধবার সকালে এদেরকে হাজির করা হলে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।প্রত্যক্ষ দর্শী ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ডের পাড়েরহাট সড়কে বিসমিল্লাহ অটো মোবাইলের দোকানে যায় সামসুন্নাহার।এক পর্যায়ে ঘটনার সময় সে অভিনব কায়দায় প্রতারনার আশ্রয় নিয়ে দোকান মালিকের ভাই ইমরান শেখের কাছ থেকে ২টি বিকাশ একাউন্টে প্রথমে সাড়ে ২৫ হাজার টাকা এবং এরপর ২৮ হাজার ৫ শত ৬০ টাকা পাঠায়। কিন্তু দোকানদারকে টাকা না দিয়ে আবারো অন্য বিকাশ একাউন্টে টাকা পাঠাতে বললে দোকানদার ইমরান তার পাঠানো টাকা চাইতে থাকে। এক পর্যায়ে সামসুন্নাহারকে সন্দেহ হলে ইমরান তাকে ধরে ফেলে তার মোবাইল ফোনটি হাতে নেয় এবং স্থানীয় লোকজনকে ডাক দিলে স্থানীয়রা এসে জড়ো হয় তখন খবর জানতে পেয়ে সামসুন্নাহারকে উদ্ধার করতে একে একে তার স্বামী ও ছোট ভাই ছুটে আসলে জনতা তাদেরকে আটকে ফেলে।এ ব্যাপারে পিরোজপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক এস আই শফিকুল ইসলাম তালুকদার জানান, এ ৩ প্রতারকের বিরুদ্ধে বিকাশ এজেন্ট ও শহরের দক্ষিন মাছিমপুর বাসিন্দা শাহাদাৎ হোসেনের পুত্র রুহুল আমিনের ভাই ইমরান হোসেন বাদী হয়ে মামলা (মামলা নং- ২০/১৭, ধারাঃ ১০৯, ৪০৬, ৪২০ দঃবিঃ) দায়ের করেছেন।
Leave a Reply