ষ্টাফ রিপোর্টার: ঢাকার নিকটবর্তী এলাকা ধামরাই,আর ঢাকা-আরিচা বিশাল মহাসড়ক এর মাঝে ধামরাই সুতিপাড়া ইউনিয়ন বালিথা গ্রামে অভিযান চালায় ধামরাই থানা পুলিশ, অভিযান চালিয়ে ৫০পিচ ইয়াবা -সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২০ জুলাই) বিকাল ৬টার দিকে । গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গী এলাকার মৃত সহিদুলের ছেলে মো: ইয়ামিন (৩০), অপরজন একই উপজেলার ধানকোড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে সহিদুল ইসলাম (২২)। এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন জানান, বিকালে ধামরাইয়ের বালিথা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হওয়ার এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয় মামলা নং ৩০
Leave a Reply